আপডেট : ০২ July ২০১৮
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আজ থেকে মন’ শিরোনামের গানের ভিডিও। সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ভালো থাকার গল্প’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে থাকছে গানটি। চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবে আগেই মুক্তি দেওয়া হয়েছে। শিগগিরই সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। ‘আজ থেকে মন’ গানটির কথা লিখেছেন এ মিজান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও আহম্মেদ হুমায়ূন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সঙ্গীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন নিজেই। সঞ্জয় সমদ্দার বলেন, নবদম্পতির সংসারে অভাব অনটনের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি। এতে চাকরি হারা এক বেকারের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ। তার সংসারের অভাব দূর করতে মডেলিংয়ে নামেন তার স্ত্রী মাহা। এভাবে কাহিনী এগিয়ে চলে। আশা করি স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’ প্রকাশিত গানটি সম্পর্কে নির্মাতা বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গান যুক্ত হচ্ছে। এটা নতুন ধারা বলা চলে। গল্পের প্রয়োজনেই আমরা এ গানটি রেখেছি। গানের গল্পটাও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পুরো একটি প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছি দর্শকদের। এরই মধ্যে গানটি প্রকাশিত হয়েছে। রেসপন্স ভালো পাচ্ছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১