আপডেট : ০১ July ২০১৮
পা ছড়িয়ে বসে রয়েছেন তিনি। পায়ে হাই হিলের জুতো। পরনে লম্বা ফ্রক ড্রেস। পিছনে টবে গাছের সারি। সেই চেনা হাসির ভঙ্গিতে তাকিয়ে রয়েছেন সোজা ক্যামেরার দিকে। তিনি সুচিত্রা সেন। মহানায়িকা। সুচিত্রার ঠিক এমন ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তার নাতনি রাইমা সেন। ক্যাপশনে লেখা, ‘আমার দিদিমা’। সুচিত্রা সেনকে বিভিন্ন লুকে দেখেছেন দর্শক। কখনো সাবেকি সাজে। কখনও ওয়েস্টার্ন আউটফিট। কখনও বা ট্রেন্ডি লুকে ফ্রেমবন্দি হয়েছেন এই মহানায়িকা। তবুও এখনও যেন সুচিত্রা সেন নামটার সঙ্গেই রহস্য জড়িয়ে রয়েছে। অনস্ক্রিন থেকে অবসর নেওয়ার পরই লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সে কারণেই হয়তো তাকে নিয়ে ভক্তদের উৎসাহ অনেক বেশি। রাইমার পারিবারিক এ্যালবাম থেকে শেয়ার করা মহানায়িকার ছবি তাই সোশ্যাল মিডিয়ায় সবার পছন্দের তালিকার শীর্ষে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১