আপডেট : ৩০ June ২০১৮
যশোরের ঝিকরগাছা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত জাহিদ হাসান টোকন (২৯) তালিকাভুক্ত সন্ত্রাসী। শনিবার ভোরের দিকে উপজেলার কায়েমকোলা বাঘমারা বিলে গোলাগুলির এ ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, শুক্রবার রাত ১২টার দিকে যশোর শহর থেকে টোকনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করে। পরে রাত সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে কায়েমকোলা বাঘমারা বিলে অভিযানে যায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে টোকনের সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা সাত রাউন্ড গুলি চালায়। সন্ত্রাসীরা পিছু হটলে টোকনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তিনি আরও জানান, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হয় টোকন। পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও ৫টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। নিহত টোকনের নামে ঝিকরগাছা থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ ২৭টি মামলা রয়েছে। তিনি ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসলাম মাস্টারের ছেলে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১