বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০১৮

চাঁদা না দেওয়ায় শাবিতে ওয়াইফাই সংযোগকাজ বন্ধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংরক্ষিত ছবি


চাঁদা না দেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ওয়াইফাই সংযোগ ও উন্নয়নকাজে বাধা দিয়েছে ছাত্রলীগ।

জানা যায়, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নতুন করে ওয়াইফাই সংযোগ ও উন্নয়নকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান হামিদা ট্রেডার্স। ছুটি শেষে হল খোলার পর আবার প্রতিষ্ঠানটি কাজ শুরু করতে গেলে তাদের কাছে চাঁদা দাবি করেন ছাত্রলীগের কিছু নেতা। চাঁদা না দিলে কাজ বন্ধ রাখার কথা বলেন তারা। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানটি চাঁদা দাবির ঘটনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে গত বুধবার থেকে সব আবাসিক হলে কাজ বন্ধ করে দেয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম বলেন, রাজনীতির সঙ্গে সংশ্লি­ষ্ট কিছু ছাত্র চাঁদার দাবি করায় ওয়াইফাইয়ের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন জানান, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমীন ও সহসভাপতি তারিকুল ইসলাম চাঁদা দাবি করেছে এবং কাজ বন্ধ রাখার হুমকিও দিয়েছে বলে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষ আমাকে জানায়।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ছাত্রলীগ নেতাদের চাঁদা না দেওয়ায় ওয়াইফাইয়ের কাজ বন্ধ আছে বলে আমি শুনেছি। তাদের সঙ্গে কথা বলেছি। ছাত্রলীগের ছেলেরা আর বাধা দেবেন না বলে আমাকে জানিয়েছে।

এদিকে এ অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন বলেন, ‘আমরা কখনোই কাউকে কাজ বন্ধ রাখার কোনো রকম হুমকি দিইনি।’ ছাত্রলীগের সহসভাপতি তারিকুল ইসলাম বলেন, ‘আমার ওপর আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরাই দীর্ঘদিন ধরে হল প্রশাসনের কাছে নতুন ওয়াইফাই লাইন স্থাপনের দাবি জানিয়ে আসছি। অতএব এ কাজে বাধা দেওয়ার প্রশ্নই আসে না।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১