বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০১৮

রোবটের বিশ্বকাপ ফুটবল

রোবটের এ বিশ্বকাপে বেশ কয়েকটি লিগ রয়েছে ছবি : ইন্টারনেট


চলছে বিশ্বকাপ ফুটবল। আর এর সঙ্গে তাল মিলিয়ে ফুটবল উন্মাদনায় মেতে আছে পুরো বিশ্ব। এরই মধ্যে কানাডায় অনুষ্ঠিত হয়ে গেল রোবটের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ‘রোবোকাপ’। ১৮ থেকে ২২ জুন অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ২২তম আসরে অংশ নিয়েছিল ৩৫ দেশের পাঁচ হাজার রোবট।

রোবটের এ বিশ্বকাপের শুরুটা হয়েছিল ১৯৯৭ সালে। সে বছরই আইবিএমের সুপার কম্পিউটার ‘ডিপ ব্লু’ গ্যারি ক্যাসপারভ নামের একজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দিয়ে দাবা চ্যাম্পিয়ন হয়েছিল। কোনো বোর্ড গেমে মানুষকে হারিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার জয়ের ঘটনা সেটাই ছিল প্রথম। এখান থেকে উৎসাহিত হয়েই মূলত রোবটের ফুটবল নিয়ে চিন্তাভবানা শুরু হয়।

রোবোকাপের প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল জাপানে। ১১টি দেশের ৩৮টি দল প্রথম আসরে অংশ নিয়েছিল। এরপর থেকে প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে আসছে রোবোকাপ। প্রতিবছরই অংশগ্রহণকারী দল এবং রোবটের সংখ্যা বাড়ছে।

শুনলে অবাক হবেন যে, রোবোকাপের লক্ষ্য হলো ২০৫০ সালের মধ্যে রোবট ফুটবলারদের নিয়ে এমন একটি দল তৈরি করা যারা হারিয়ে দিতে পারবে ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে।

কেমন ফুটবল খেলে রোবটরা? এই প্রশ্ন এতক্ষণে মাথায় চলে আসা খুব স্বাভাবিক। আসলে মানুষের মতো এত সুন্দর বা ছন্দময় ফুটবল খেলতে পারে না যন্ত্রমানব। এসব রোবট না পারে দৌড়াতে, না পারে হেড করে গোল দিতে। বেশিরভাগ সময়ই দেখা গেছে ফুটবলে একটি লাথি মেরেই রোবট চিৎপটাং হয়ে পড়েছে। যদিও পরক্ষণেই আবার দেখা গেছে উঠে দাঁড়াতে।

রোবটের এ ফুটবল আসরে নিজেদের তৈরি রোবট নিয়ে অংশ নিয়েছিল বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের কাছে তো বটেই, অন্য শিক্ষার্থীদের কাছেও এ আসরটি ছিল বেশ উপভোগ্য। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লরেন কপল্যান্ড প্রতিবছরই এ বিশ্বকাপ আসরের অপেক্ষায় থাকেন। তার মতে, ‘গতকাল রাতের খাবার খাওয়ার সময় আমি এমআইটি টিমের পাশে বসেছিলাম। আমি তখনো বিশ্বাস করতে পারছিলাম না যে, আসলেই রোবটের বিশ্বকাপ হতে যাচ্ছে!’

রোবোকাপের মাঠে রোবটরা খেললেও পেছন থেকে মূল নিয়ন্ত্রণ থাকে নির্মাতা দলের হাতে। তাই খেলা চলাকালীন পুরোটা সময় তাদের কাটে খুবই ব্যস্ততায়।

আছে ভিন্ন ভিন্ন লিগ

রোবটের এ বিশ্বকাপে বেশ কয়েকটি লিগ রয়েছে। এর মধ্যে আছে রোবোকাপ সকার, রোবোকাপ হোম, রোবোকাপ ওয়ার্ক, রোবোকাপ লজিস্টিকস লিগ, রোবোকাপ জুনিয়র প্রভৃতি। তবে রাবোকাপ সকারের মধ্যে আবার আছে ছয়টি ক্যাটাগরি যার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হিউম্যানয়েড লিগ। বয়সের ভিত্তিতে এই লিগের আছে তিনটি সাব লিগ। এগুলো হলো অ্যাডাল্ট, টিন এবং কিড। অ্যাডাল্ট ক্যাটাগরির ম্যাচে একটি দলে একজন ফুটবলারই থাকে। টিন ক্যাটাগরির প্রতি দলে থাকে তিনজন ফুটবলার। এ ছাড়া পাঁচজন করে ফুটবলার রোবট থাকে কিড ক্যাটাগরির দলগুলোয়। তবে দলে যতজনই থাকুক না কেন, মূল লক্ষ্য একটাই। আর তা হলো বেশি গোল দিয়ে প্রতিপক্ষ থেকে এগিয়ে থাকা।

রোবটের বাস্তবমুখী ব্যবহার বাড়াতে সাম্প্রতিক বছরগুলোয় লজিস্টিকস লিগ, হোম লিগ এবং ওয়ার্ক লিগ চালু করা হয়েছে।

উদ্দেশ্য মানবকল্যাণ

রোবোকাপকে শুধু একটি খেলার উপলক্ষ চিন্তা করলে ভুল হবে। মূলত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য রোবটকে কীভাবে আরো উন্নত করে তোলা যায় সেটাই এখানে মূল লক্ষ্য হিসেবে কাজ করে।

যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের বোল্ড হার্ট টিমের সদস্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ের অধ্যাপক ড্যানিয়েল পোলানির মতে, খেলাটা একটি বলকে ঘিরেই, তবে একেক পরিস্থিতিতে একেকভাবে খেলতে হয়। আর এখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বাস্তব জীবনে রোবটের ব্যবহার আরো সমৃদ্ধ করা সম্ভব।

বর্তমানে রোবোকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় কৃত্রিম টার্ফে যেখানে পুরো মাঠ একই রকমভাবে সমান নয়, উঁচু নিচু থাকে। এর মাধ্যমে প্রতিকূল পরিবেশের জন্য রোবটকে আরো কার্যকরভাবে কাজ করার উপযোগী করা সম্ভব।

কিভা নামের একটি রোবটের কথাই ধরা যাক। বর্তমানে অ্যামাজনের ওয়্যারহাউজে এ রোবট ব্যবহার করা হচ্ছে। এ রোবট ব্যবহারের মাধ্যমে পুরো ওয়্যারহাউজ চলে এসেছে অটোমেশনের মধ্যে। এ ই-কমার্স কোম্পানির ওয়্যারহাউজে কয়েক লাখ ধরনের পণ্য রয়েছে। এখান থেকে মানুষের পক্ষে খুঁজে খুঁজে পণ্য বের করা বেশ কষ্টসাধ্য। তবে রোবট খুব সহজেই কেবল প্রোগ্রামের মাধ্যমে ঠিকই নির্দিষ্ট তাক খুঁজে বের করে ফেলে। কিভা নামের এ রোবটও এক সময় রোবোকাপের অংশ ছিল। তবে পরবর্তীতে এখান থেকে আলাদা হয়ে যায় এর নির্মাতা প্রতিষ্ঠান। ২০১২ সালে কিভা সিস্টেমসকে কিনে নেয় অ্যামাজন। শুধু কিভা নয়, এখান থেকে সূচনা হয়েছে, এমন অনেক রোবট নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে যারা বর্তমানে মানুষের জীবনযাত্রা আরো সহজ করার জন্য কাজ করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১