বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০১৮

আসছে মধ্যবর্তিনী

অভিনেতা আনিসুর রহমান মিলন ও সোহানা সাবা সংরক্ষিত ছবি


দীপ্ত টিভিতে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী’। সপ্তাহের প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটি। বৃহস্পতিবার দীপ্ত টিভির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও কাজী উরফী আহমদ, অনুষ্ঠান প্রধান ফুয়াদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে জানানো হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী গল্প ‘মধ্যবর্তিনী’ থেকে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিকটি রচনা করেছেন আহমেদ খান হীরক। পরিচালনা করেছেন রাজু খান।

ছকে বাঁধা নিস্তরঙ্গ জীবনে অসুস্থ শাম্মী সংসারে পূর্ণতা আনতে স্বামী ইমরানকে আরেকটা বিয়ে দিয়ে নতুন বউ নিয়ে আসে। ভালোবাসার বদলে ঘৃণা, মমতার বদলে ছলনা দেওয়া নতুন বউ সন্তান নয়- শাম্মীদের উপহার দেয় ষড়যন্ত্র। এমনই গল্পে নির্মিত ধারাবাহিকটি সম্পর্কে আহমেদ খান হীরক বলেন, দীপ্ত টিভি সবসময় দর্শকের চাহিদা মাথায় রেখে ধারাবাহিক নির্মাণ করে থাকে। এবারো তার ব্যতিক্রম হয়নি। আশা করি নতুন এ ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পাবে।

১৪ জুলাই শনিবার প্রচারিত হবে নাটকটির প্রথম পর্ব। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া, নাবিলাসহ আরো অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১