বাংলাদেশের খবর

আপডেট : ২৯ June ২০১৮

যুক্তরাষ্ট্রে পত্রিকা অফিসে বন্দুকধারীর হামলায় নিহত ৫

মেরিল্যান্ডে একটি সংবাদপত্রের অফিসে ঢুকে পাঁচজনকে হত্যা করেছে এক বন্দুকধারী ছবি : ইন্টারনেট


যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি সংবাদপত্রের অফিসে ঢুকে বার্তাকক্ষে গুলি চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে এক বন্দুকধারী।এই হামলায় আহত হয়েছে আরও কয়েকজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ক্যাপিটাল গেজেট নামের ওই পত্রিকা অফিসে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। বিবিসির ঐ খবরে বলা হয় হামলাকারী শটগান আর স্মোক গ্রেনেড নিয়ে তাদের অফিসে ঢোকে বার্তা কক্ষের ভেতরে নির্বিচারে গুলি চালায়। তবে টার্গেট করেই এ হামলা চালানো হয়েছে বলে পুলিশের ধারণা। তাই প্রাথমিকভাবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে তারা করছে না।

ঘটনাস্থল থেকে জ্যারড রামোস নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে পুলিশ। পুলিশ বলছে তিনি ২০১২ সালে ক্যাপিটাল গেজেটের বিরুদ্ধে মানহানির মামলা করে ব্যর্থ হন।

কাউন্টি পুলিশের কর্মকর্তা স্টিভ শুহ সিএনএনকে বলেছেন, গুলির ঘটনার এক মিনিটের মধ্যে পুলিশ ওই ভবনে প্রবেশ করে। হামলাকারী তখন একটি ডেস্কের নিচে লুকিয়ে ছিল। পুলিশকে কোনো গুলি ছুড়তে হয়নি। পরে পুলিশের এক সংবাদ সম্মেলনে বলা হয়, তল্লাশি চালিয়ে ভবনের ভেতর থেকে একটি অবিস্ফোরিত বোম উদ্ধার করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১