আপডেট : ২৯ June ২০১৮
অবশেষে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে গুগল ম্যাপের আপডেট ভার্সন। নতুন এই আপডেটে অ্যাপের হোমপেজে ‘এক্সপ্লোর’ নামে নতুন একটি ট্যাব এনেছে গুগল। এর আগে গত মে মাসে গুগল আইওতে এই আপডেটের বিষয়টি উন্মোচন করা হয়েছিল। সমপ্রতি বিশ্বজুড়ে সব অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়েছে এই আপডেট। বৃহস্পতিবার ডেইলে মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে অ্যাপটির বিষয়ে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নতুন এই ট্যাবটিতে থাকছে রেস্টুরেন্ট, কফিশপ, বার, শপিংমল, সার্ভিস সেন্টার, হাসপাতাল, এটিএম বুথ ও দর্শনীয় স্থানসহ বেশ কিছুু স্থান খোঁজার দ্রুত পরামর্শ। নতুন আপডেটের ফলে ‘লোকেশন হিস্ট্রির’ মতো ফিচারগুলো আরো উন্নত হয়েছে জানিয়ে মঙ্গলবার এক ব্লগ পোস্টে গুগল ম্যাপসের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক সোফিয়া লিন বলেন, লোকেশন হিস্ট্রিতে ইওর ম্যাচ নামে একটি অপশন আছে, যেখানে রেটিংয়ের ওপর ভিত্তি করে গ্রাহককে বিভিন্ন সাজেশন দেওয়া হবে। তিনি আরো বলেন, নতুন এক্সপ্লোর ট্যাবে শুধু স্থান নয়, বিশ্বের শীর্ষ অনুষ্ঠানের ছবি ও বর্ণনা এবং কার্যক্রমগুলোর তথ্যও পাওয়া যাবে। এমনি অনুষ্ঠানগুলোকে ফিল্টার করে শিশুদের জন্য ভালো কিংবা সাশ্রয়ী অনুষ্ঠানগুলোকে আলাদা করতে পারবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১