আপডেট : ২৮ June ২০১৮
আজ সন্ধ্যায় ‘রন’স মিউজিক’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘গল্পওয়ালা’ প্রডাকশন হাউজের ব্যানারে রিলিজ হবে সোহেল রানা পরিচালিত শর্টফিল্ম ‘শেষ দেখা’। মাহির মূল গল্প ভাবনায় শর্টফিল্মটির রচনা ও চিত্রনাট্য করেছেন গোলাম সারোয়ার অনিক। এতে অভিনয় করেছেন অনিক ও আনিকা। সম্পাদনা ও আবহ সংগীত করেছেন ‘স্কাল প্রডাকশন’। ভিন্ন ধর্মের দুইটি ছেলে মেয়ের প্রেম কাহিনী নিয়ে গড়ে ওঠা বিরহ ধাঁচের এই শর্টফিল্ম নিয়ে আশাবাদী পরিচালক সোহেল রানা। তিনি বলেন, খুবই চমৎকার একটি গল্প। আশা করি সবার ভাল লাগবে। সন্ধ্যা সাতটায় রন’স মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হবে ‘শেষ দেখা’। ইউটিউব চ্যানেলের লিংক - https://www.youtube.com/channel/UCy_vKUf2IOFHz9pgnQ7gdIw
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১