আপডেট : ২৮ June ২০১৮
অঙ্কুশ-ঐন্দ্রিলা প্রেমের সম্পর্কের ব্যাপারটা টালিগঞ্জে ওপেন সিক্রেট। বিভিন্ন পার্টিতে, অনুষ্ঠানে এমনকি বন্ধুদের একান্ত আড্ডায়ও দেখা গেছে তাদের। বিভিন্ন দিবসে একে অপরকে শুভেচ্ছা জানাতেও ভুল করেন না। এসব বিষয়ে একের প্রতি অন্যজনের আগ্রহ নানা মনে জন্ম দেয় নানা প্রশ্ন। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল বড়পর্দায় একসঙ্গে আসছেন তারা। কিন্তু তার বাস্তব রূপের দেখা নেই আজো। সম্প্রতি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে নিয়ে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। বিয়ে করতে যাচ্ছেন এ তারকা জুটি এমন গুঞ্জনই ভেসে আসছে বাতাসে। যদিও এমন গুঞ্জনে মুখ খোলেননি দুজনের কেউ। মুখ খুলবেন এমন আশাও করা যাচ্ছে না। কারণ অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের সম্পর্কের ব্যাপারে এখনো স্পষ্ট করে কিছুই বলেননি তারা। ঐন্দ্রিলার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, এসব বিষয় কানে নিচ্ছেন না ঐন্দ্রিলা। পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিয়ে কবে করছেন? ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে ঐন্দ্রিলা বলেন, ‘বিয়ে নিয়ে এখন কোনো পরিকল্পনা নেই।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১