আপডেট : ২৭ June ২০১৮
পদ্মায় তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ স্পীডবোট চলাচল বন্ধ করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে তীব্র স্রোতের কারণে লঞ্চ স্পীডবোটসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে সীমিত আকারে ফেরি চলছে। বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানান, সকাল ১০ টার দিকে দুর্ঘটনা এড়াতে এই রুটে সকল নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে। তিনটি রো রো ফেরি দিয়ে ফেরি চলাচল সচর রাখা হয়েছে। ৫টি ডাম্প ফেরি বন্ধ রাখা হয়েছে। অপর ৫টি কে টাইপ ফেরি মাঝে মাঝে কোন রকম চলছে। এছাড়া নদীতে ৩টি ফেরি নোঙ্গর করা রয়েছে। শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ঘাটে ২টি ফেরি বাধা আছে। উভয় পারে ৩ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। এদিকে সকাল সোয়া ৯টায় প্রচন্ড স্রোতে লৌহজং টার্নিংয়ের কাছে কাঁঠালবাড়িগামী একটি স্পীডবোট ২০ যাত্রী নিয়ে উল্টে যায়। এতে সকল যাত্রীকে উদ্ধার করা হলেও ৫ যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১