আপডেট : ২৭ June ২০১৮
বলিউডে তাদের বিয়ে নিয়ে আলোচনা বিস্তর। এদিকে তারা কিন্তু স্পিকটি নট। ইনস্টাগ্রামে কিন্তু লুকোচুরি খেলাটা চালিয়ে যাচ্ছেন জোরেসোরেই। দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের কথাই বলছি। ইনস্টাগ্রামে ছোটবেলার একটা ছবি শেয়ার করেছিলেন রণবীর। সেই ছবিতে রণবীরের অদ্ভুত একটা হেয়ার স্টাইল। কিন্তু সেই হেয়ার স্টাইল পছন্দ হল না দীপিকার। এনডিটিভি জানায়, ছবিটি পোস্ট করে রণবীর লিখেছিলেন ‘অ্যাভান্ট গ্রেড সিন্স ১৯৮৫’। সে ছবিতে নজর গিয়েছে প্রিয়ঙ্কা চোপড়ারও। আলিয়া ভ্যাট থেকে রণবীর সিং-ও লাইক করেছেন সেই ছবিটিতে। তবে দীপিকার কমেন্টই ছিল চোখে পড়ার মতো। একটাই উত্তর তাঁর। সোজাসুজি লিখে দিলেন ‘নোওওওওওওওওও’। দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। ১০ নভেম্বর নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন দু’জনে এমন গুজবও রটেছে। কিন্তু এসব গুজবে কান দেওয়ার যেন সময়ই নেই দু’জনের। তবে এই লুকোচুরি খেলার শেষ যে কবে তা শুধুমাত্র সময়ই বলবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১