বাংলাদেশের খবর

আপডেট : ২৬ June ২০১৮

ঝিনাইদহ নিয়ে বিশেষ সাক্ষাৎকার

সরোজ কুমার নাথ সংরক্ষিত ছবি


আধুনিক সব সুবিধা এখন জেলাবাসীর হাতের মুঠোয়

সরোজ কুমার নাথ

জেলা প্রশাসক, ঝিনাইদহ জেলা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমৃদ্ধ জেলা ঝিনাইদহের মানুষের প্রধান জীবিকা কৃষি হলেও জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বাক্ষর রেখে চলেছেন এ জেলার মানুষ। কুষ্ঠ ও  যক্ষ্মারোগের মতো জীবনধ্বংসী রোগও নিয়ন্ত্রণে। কমিউনিটি ক্লিনিকসহ স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের শতভাগ হাজিরা এবং শিক্ষার্থীদের শতভাগ ইউনিফরম নিশ্চিত করা হয়েছে। জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের অবকাঠামোগত উন্নয়ন, সর্বাধুুুুুুুুুুনিক প্রযুক্তির আওতায় এনে শহরের সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। প্রতিটি সরকারি অফিসে প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আধুনিক সব সুযোগ-সুবিধা এখন জেলাবাসীর হাতের মুঠোয়।

1514991457

পৌরবাসীকে অধিকতর সেবা দিতে নিরলস কাজ করছি

সাইদুল করিম মিন্টু

মেয়র, ঝিনাইদহ পৌরসভা

পৌরবাসীর সুবিধায় এবারের বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। ঝিনাইদহ পৌরবাসীকে অধিকতর সেবা ও পৌরসভাকে আধুনিক রূপ দিতে বসুন্ধরা সিটির আদলে কমপক্ষে পাঁচশ কক্ষবিশিষ্ট ১০তলা শপিং মল নির্মাণ করা হবে। এর একটি তলা সম্পূর্ণ নারীদের জন্য বরাদ্দ থাকবে। শিশুদের বিনোদনের জন্য থাকবে আলাদা জায়গা। সিনেপ্লেক্স, সুইমিং পুল, পর্যটন মোটেল, ২০০, ৫০০ ও ১,০০০ লোকের জন্য আলাদা তিনটি কনভেনশন হল থাকবে। স্থানীয় নবগঙ্গা নদীকে দখলমুক্ত করে দৃষ্টিনন্দন ও পরিবেশসম্মত ওয়াকওয়ে নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। ইউরোপীয় স্টাইলে সর্বাধুনিক পাবলিক টয়লেট নির্মাণকাজ প্রায় ৫০ ভাগ শেষ হয়েছে।

liflet

চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ এখন আর নেই

মিজানুর রহমান

পুলিশ সুপার, ঝিনাইদহ জেলা

এককালের সন্ত্রাসী ও আত্মহত্যাপ্রবণ জনপদ হিসেবে খ্যাত ঝিনাইদহ জেলা এখন শান্তির প্রতীক। এ জেলার মানুষের ঘুম আর আগের মতো খুন-খারাবির মতো অশুভ খবরে ভাঙে না। আত্মহত্যা নেই আগের মতো। চুরি-ডাকাতি, রাহাজানি, ধর্ষণ এখন আর নেই। নেই শিশু ধর্ষণের মতো নারকীয় তাণ্ডব। সীমান্তবর্তী জেলা হলেও নেই পাচার নামক শব্দের তেমন কর্মকাণ্ড। জঙ্গিবাদের মূলোৎপাটনও হয়েছে বলে দাবি করা যেতে পারে। মাদকের নারকীয় যন্ত্রণার দংশনও কমেছে, সরকারের বিশেষ অভিযানের পাশাপাশি নিয়মিত অভিযানও অব্যাহত রয়েছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায়। জিরো টলারেন্স দেখাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

regular_2709_news_1529948523

ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছি

মোহাম্মদ নাসিম উদ্দিন

সহ-সভাপতি, ঝিনাইদহ চেম্বার অব কমার্স

১৯৮৫-৮৬ অর্থবছরে ঝিনাইদহের বিশিষ্ট ব্যবসায়ী খোন্দকার সাখাওয়াত হোসেন হিলু মিয়াকে সভাপতি, আলফাজ উদ্দিন আহমেদকে সিনিয়র সহসভাপতি এবং রফিকুল আলমকে সহসভাপতি করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। মাহমুদুল ইসলাম ফোটন ওই সময় প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। শহরের হামদহ এলাকায় ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চারতলা নিজস্ব ভবন রয়েছে। স্বায়ত্তশাসিত ব্যবসায়ী সংগঠন জেলার ব্যবসায়ীদের বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে সম্পূর্ণ সদস্য চাঁদার ওপর ভিত্তি করে। প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক রেখে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায়  ঝিনাইদহ চেম্বারের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১