বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০১৮

দর বাড়ার শীর্ষে আরএসআরএম

রতনপুর স্টিল রি রোলিং মিলস লিমিটেডের লোগো ছবি সংরক্ষিত


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সর্বাধিক দর বাড়া কোম্পানির শীর্ষে ছিল রতনপুর স্টিল রি রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেড। আজ এ কোম্পানিটির শেয়াটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। আর এক মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা বা ১৫ দশমিক ৭২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আজ কোম্পানিটির ৫ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫২ টাকা ৮০ পয়সা। আর আজ কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৬১ টাকা ১০ পয়সা। এ হিসেবে এক মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা বা ১৫ দশমিক ৭২ শতাংশ।

আারএসআরএম ৩০ জুন ২০১৭ সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১৭ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৮ টাকা ১৮ পয়সা।  আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪৪ টাকা ৬০ পয়সা।

আজ কোম্পানিটির পিই রেশিও ছিল ৭ দশমিক ৪৭। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় আরএসআরএম।  একোম্পানিটির অনুমোদিত মূলধন৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০১ কোটি ১৮ লাখ টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১