বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০১৮

শেয়ার বেচবেন স্যোশাল ইসলামী ব্যাংকের পরিচালক

সোশ্যাল ইসলামী ব্যাংকের লোগো ছবি সংরক্ষিত


সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) উদ্যোক্তা কামাল উদ্দিন আহমেদ ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, এসআইবিএলের উদ্যোক্তা কামাল উদ্দিন আহমেদের কাছে ১ কোটি ২ লাখ ২৩ হাজার ৭৩৮টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি ৫ লাখ শেয়ার বিক্রি করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেটে ডিএসইর মাধ্যমে এসব শেয়ার বিক্রি শেষ করতে হবে।

এসআইবিলের মোট শেয়ারের মধ্যে ৩৮ দশমিক ৪৮ শতাংশ উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে। এছাড়া ৩৮ দশমিক ০৩ শতাংশ শেয়ার প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক ৩৯ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারী এবং ২২ দশমিক ১০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত ৭৩৮ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১