বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০১৮

যশোরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার প্রতীকী ছবি


যশোরের মণিরামপুরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার ছাতিয়ানতলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দু’দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে তারা প্রাণ হারায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, রোববার ভোর ৫টার দিকে যশোর-মণিরামপুর সড়কের কুয়াদা বাজার ও বেগারিতলার মাঝামাঝি ছাতিয়ানতলা এলাকায় দু’দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় ঘটনাস্থলে দুটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে তারা। তাদের বয়স ৩০ থেকে ৩২ বছরের মধ্যে। লাশ দুটি যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, নিহতদের মধ্যে একজনের পরনে লুঙ্গি ও কোমরে গামছা বাঁধা ছিল; অপরজনের পরনে ছিল নীল রঙের স্যান্ডো গেঞ্জি ও প্যান্ট। দুজনেরই মাথায় গুলি লেগেছে। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতরা অন্য কোনো এলাকা থেকে সেখানে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১