আপডেট : ২৫ June ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে দ্বিতীয় ভৈরব রেলসেতুতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানতে না পারলেও নিহতের বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ বলে জানিয়েছেন রেলওয়ে থানা পুলিশ। ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, সেতুর নিচে থাকা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে ওই যুবক দ্বিতীয় ভৈরব রেলওয়ে সেতুতে দাঁড়িয়ে ট্রেনের সামনে সেলফি তোলার চেষ্টা করছিল। এ সময় সেতু দিয়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১