বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০১৮

তথ্যচিত্রে কায়েস আরজু

চিত্রনায়ক কায়েস আরজু ছবি : সংগৃহীত


এবার কৃষি অফিসার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু। ‘মাটির প্রাণ’ শিরোনামের একটি তথ্যচিত্রে দেখা যাবে তাকে। রুমানা রহমানের গল্পে তথ্যচিত্রটি পরিচালনা করেছেন রিয়াজুল রিজু। গত ২১ জুন থেকে টাঙ্গাইল ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ চলছে কারুকাজের ব্যানারে নির্মিত এ তথ্যচিত্রটির।

এ প্রসঙ্গে পরিচালক রিজু বলেন, ‘বাঙালির প্রধান চালিকাক্ষেত্র কৃষি এবং কৃষকদের নিয়ে এই তথ্যচিত্রটি নির্মাণ করছি। সরাসরি কৃষকদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন বাড়ানোই চলচ্চিত্রটির প্রধান উদ্দেশ্য।’

তথ্যচিত্রে কাজ করা প্রসঙ্গে চিত্রনায়ক কায়েস আরজু বলেন, ‘কৃষকদের মাঝে সচেতনতা বাড়ানোর জন্য নির্মিত হয়েছে এটি। পুরো টিম খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। আশা করি তথ্যচিত্রটি থেকে কৃষকরা উপকৃত হবেন।’

আগামী মাস থেকে দেশের প্রতিটি ইউনিয়নে কৃষকদের বিনামূল্যে দেখানো হবে এটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিহি আহসান, হারুন রশিদ, নাট্য নির্মাতা রাজু খান, তাসলিমা মুক্তাসহ অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১