আপডেট : ২৫ June ২০১৮
আর্জেন্টাইন মিডফিল্ডার জেভিয়ার মাসচেরানো বলেছেন, ‘মেসি হতাশ তবে দলকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আগ্রাসীরূপে ফিরতে মরিয়া।’ গোলডটকমকে তিনি আরো বলেন, ‘মেসি মানুষ, তারও হতাশা থাকতে পারে। ক্রোয়েশিয়ার ম্যাচের পর আমরা সবাই যে যার মতো হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু মেসি এখন চনমনে মেজাজে আছেন। তাকে ঘিরে আমরাও ফের চাঙ্গা বোধ করছি। মেসি দলের গত দুই ম্যাচের চিত্র বদলে ফেলতে চান। আমরাও একই লক্ষ্যে ছুটছি। নাইজেরিয়াকে আমরা হারাতে পারবো’। মাসচেরানো বলেন, ‘আইসল্যান্ডের সঙ্গে পেনাল্টি মিসের ঘটনা এখনো কষ্ট দেয় লিওকে। কিন্তু সেসব আর মাথায় রাখতে চান না আর্জেন্টাইন অধিনায়ক। নিজের সবটুকু তুলে ধরতে কঠিন অনুশীলনে মত্ত রয়েছেন তিনি। তাছাড়া নাইজেরিয়ার বিপক্ষে আমরা নিজেরাই একাদশ সাজাবো। কোচের এখানে কোন ভুমিকা থাকবে না। আমরা যদি ঠিক ভাবে একাদশ সাজাতে পারি তবে, আগের রূপেই আমাদের ফিরে পাবে দর্শকরা। গ্যালারি থেকে আর দুয়োধ্বনি নয়, বরং আনন্দ-উৎসব দেখতে চাই।’ একাদশ নিজেদের সাজানো প্রসঙ্গে কোচের বিরুদ্ধে খেলোয়াররা বিদ্রোহ করেছে কিনা জানতে চাইলে তিনি তা নাকচ করে দেন। তিনি জানান, সবকিছুই ঠিক আছে, কিন্তু, আমরা কাকে কোথায় চাই, সেটা আমরাই ভালো বলতে পারবো। তাই এই সিদ্ধান্ত। এছাড়া কিছু না।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১