বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০১৮

ডোবায় মিলল একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ

কিশোরগঞ্জ জেলার ম্যাপ সংরক্ষিত ছবি


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নিখোঁজে হওয়ার একদিন পর ডোবায় মিললো একই পরিবারের তিন ভাই-বোনের লাশ।

রোববার সকাল ছয়টায় কিশোরগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামের পরশ আলীর বাড়ির ডোবা থেকে ঐ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হল সাকুয়া গ্রামের হেলাল উদ্দিনের সন্তান জোনাকী (৯), চাঁদনী (৭) ও সাফায়েত হোসেন (৪)।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে আশতকা গ্রামে বড় খালার বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে যায় তিন ভাই বোন। পরে বাড়ির পাশে খেলতে যেয়ে তারা নিখোঁজ হয়। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সকালে তাদের মরদেহ ডোবার পানিতে ভেসে উঠে।

পাশাপাশি। সেদিন গোসল করার জন্য নানা বাড়ির পাশে ডোবাতে যায়। একজন ডোবার গভীর গর্তে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বাকি দু’জন পানিতে তলিয়ে যায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

করিমগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. মজিবুর রহমান জানান এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হেলাল উদ্দিন ও জ্যোৎস্না আক্তারের সাত ছেলেমেয়ে ছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১