বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০১৮

বড়াইগ্রামে মাদকের আসামি ছিনতাই

দুই পুলিশ আহত

পুলিশের ওপর হামলা চালিয়ে জাহিদুল ইসলাম নামে এক মাদক আসামিকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ী ও তার স্বজনরা প্রতীকী ছবি


নাটোরের বড়াইগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে জাহিদুল ইসলাম নামে এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ী ও তার স্বজনরা। হামলায় পুলিশের দুই এএসআই আহত হয়েছেন। এ ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামের বাবা জমশেদ আলী (৫০), মা বাসেদা বেগম (৪৬), স্ত্রী রিক্তা খাতুন (২২), প্রতিবেশী সিদ্দিকুর রহমান (৪৫), ইদ্রিস আলীসহ (৪৫) ২২ গ্রামবাসীকে আটক করেছে।

আহত এএসআই মতিউর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে গতকাল শনিবার দুপুরে উপজেলার জলন্দা গ্রাম থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জমশেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম জাহিদকে আটক করে পুলিশ। এ সময় জাহিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় পুলিশের এএসআই শিবলু হোসেন ও মতিউর রহমান আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে সাত নারীসহ ২২ জনকে আটক করে পুলিশ।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ী জাহিদকে আটকের জন্য অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে ২০ গ্রামবাসীকে আটক করা হলেও যাচাই-বাছাই করা হচ্ছে। যারা ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের ছেড়ে দেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১