বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০১৮

২৩৭ সদস্যের হজ চিকিৎসক টিম গঠন

হাজিদের চিকিৎসাসেবা দিতে ২৩৭ সদস্যের চিকিৎসক দল গঠন প্রতীকী ছবি


আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে অসুস্থ বাংলাদেশি হাজিদের চিকিৎসাসেবা দিতে ২৩৭ সদস্যের চিকিৎসক দল গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। তাদের মধ্যে ১০৫ চিকিৎসক, ৭৮ নার্স-ব্রাদার, ৪১ ফার্মাসিস্ট ও ১৩ জন অ্যাসিস্ট্যান্ট-ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছেন। বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মো. জাকির হোসেন খান প্রথম দলনেতা ও সিএমএইচের লেফটেন্যান্ট কর্নেল এসএম শহীদুল হক দ্বিতীয় দলনেতা হিসেবে টিমের দায়িত্ব পালন করবেন। ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দুই পর্যায়ে হজ চিকিৎসক টিমের সদস্যরা সৌদি আরব যাবেন। প্রথম দলটি ডা. মো. জাকির হোসেন খানের নেতৃত্বে ১৩ জুলাই থেকে ২৬ আগস্ট ও দ্বিতীয় দলটি লেফটেন্যান্ট কর্নেল এসএম শহীদুল হকের নেতৃত্বে ১৪ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

হজ চিকিৎসা দলের প্রথম ফ্লাইট ৯ জুলাই, এরপর ১৩ জুলাই এবং অবশিষ্ট সদস্যদের ফ্লাইট ১৪ আগস্ট। তারা সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় দায়িত্ব পালন করবেন। হজ চিকিৎসা দলের সহায়তাকারী সদস্যরা মেডিকেল ক্লিনিকে রোগীদের চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণে সহযোগিতা করবেন বলে ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে। সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসক দলের সদস্যরা ধর্ম মন্ত্রণালয়ের অধীনেই থাকবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১