আপডেট : ২৩ June ২০১৮
জীববৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাইক্লিষ্টস অব শ্রীমঙ্গলের আয়োজনে দেশীয় ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানে শুক্রবার সকাল ৯টায় বিশ্রামাগার সংলগ্ন স্থানে সাইক্লিষ্টস অব শ্রীমঙ্গলের উপদেষ্ঠা ডাঃ বিনেন্দু ভৌমিক বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এসম তিনি বিভিন্ন প্রজাতীর ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন। বন্যপ্রাণী সহ-ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল এর সহকারী বন সংরক্ষক মোঃ আনিসুর রহমান বলেন, এটি একটি সামাজিক দায়বদ্ধতার অংশ। আমি সাইক্লিষ্টস অব শ্রীমঙ্গলের এমন মহতী আয়োজনকে সাধুবাদ জানাই। আমি মনে করি এই বৃক্ষ রোপনের ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র রক্ষা পাবে। এসময় সাইক্লিষ্টস অব শ্রীমঙ্গলের সমন্বয়কারী অলক দাস, সদস্য খোকন তৌনুজাম, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, ইকো ট্যুর গাইড রাসেল আলম, কানন বৈদ্য, লাউয়াছড়া গ্রাম সংরক্ষণ দলেল সাধারণ সম্পাদক সাজু মারছিয়াং ও সাইক্লিষ্টস অব শ্রীমঙ্গলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১