বাংলাদেশের খবর

আপডেট : ২২ June ২০১৮

মাদক ব্যবসায়ী যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে প্রতীকী ছবি


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় হূদয় (২৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। নিহত হূদয় দামুড়হুদা উপজেলার দর্শনা হঠাৎপাড়ার বাচ্চু মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে গতকাল বেলা ১১টায় পুলিশ গিয়ে দর্শনা পরানপুর গ্রামের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার। নিহত হূদয় চুয়াডাঙ্গা জেলা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার নামে জেলার বিভিন্ন থানায় মাদক, সন্ত্রাসী ও ছিনতাইসহ ১৪টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল সকালে দর্শনা রেলগেট সংলগ্ন পরানপুর সড়কের পাশে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে ওই মরদেহটি দর্শনার হঠাৎপাড়ার হূদয়ের বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে হূদয়ের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বাবা বাচ্চু মিয়া ও মা শিরিনা খাতুন জানান, আগে মাদকের সঙ্গে হূদয়ের সংশ্লিষ্টতা থাকলেও বর্তমানে সে স্বাভাবিক জীবনযাপন করত। তাদের দাবি, গত মঙ্গলবার সন্ধ্যায় শান্তিপাড়া এলাকার ইনতাজের দোকানের সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন হূদয়কে ধরে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের খবর পাই আমরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১