আপডেট : ২১ June ২০১৮
অবৈধ অভিবাসনের অভিযোগে আটক পরিবারের সদস্যদের একসঙ্গে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এক নির্বাহী আদেশে আটক অভিবাসী বাবা-মা ও সন্তানরা একসঙ্গে থাকার সুযোগ পাচ্ছেন। অভিবাসী শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা প্রশ্নে দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প প্রশাসন। এর পরেই ট্রাম্পের নির্বাহী আদেশ আসে। ডোনাল্ড ট্রাম্প বলেন, পরিবারের সদস্যদের একসঙ্গে রাখতেই নতুন করে এই নির্বাহী আদেশ। তারা আলাদা থাক এটি আর দেখতে চাই না। তবে ইতোমধ্যে যে পরিবারগুলোকে আলাদাভাবে রাখা হয়েছে তাদের বিষয়ে নির্বাহী আদেশে কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, গত ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত মোট ২২০৬ জন কারাবন্দি বাবা-মায়ের কাছ থেকে ২৩৪২ জন শিশুকে আলাদা করে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। চাপের মুখে অভিবাসন নীতিতে পরিবর্তন আনলেও তার সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১