বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০১৮

ফেয়ার প্লে

ফেয়ার প্লে নাটকের একটি দৃশ্য সংরক্ষিত ছবি


ঈদ অনুষ্ঠানমালায় আজ প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘ফেয়ার প্লে’র ৫ম পর্ব। রাত ৮টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি। পলাশ মাহবুবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তিশা, আবদুল্লাহ রানা, শাহেদ আলী সুজন প্রমুখ।

গল্পে দেখা যাবে, আর্জেন্টিনার সমর্থক জাহিদ হাসান। তার ছোট ভাই চঞ্চল চৌধুরীর পছন্দ ব্রাজিল। দুজনই পছন্দ করেন পাড়ার জার্মানি সমর্থক নুসরাত ইমরোজ তিশাকে। দুই ভাই তিশাকে পটানোর জন্য বিভিন্ন মজার কাজ করতে থাকেন। শুরুতে মন গলে না তিশার। দুই ভাইও নাছোড়বান্দা। পটানোর জন্য দুজনই আলাদা কৌশল অবলম্বন করেন। এক সময় নরম হয় তিশার মন। কিন্তু কে পাবে তিশার মন?

বিশ্বকাপ এবং ঈদ দুটি বিষয় মাথায় রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে বলে জানান পরিচালক আবু হায়াত মাহমুদ। সাত পর্বের নাটকটি এর মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে বলেও জানিয়েছেন তিনি। আবু হায়াত মাহমুদ মনে করেন, এবারের উৎসবে দর্শকের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১