বাংলাদেশের খবর

আপডেট : ১৯ June ২০১৮

ইরাকে জোলি

ইরাকে সিরীয় শরণার্থী ক্যাম্পে শিশুদের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি এনডিটিভি


হলিউডের অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি ইরাকে শরণার্থীদের দেখতে গিয়েছেন। সেখানে অবস্থিত সিরীয় শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি।

শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনের সময় সংঘাত এড়ানোর উপায় খোঁজার জন্য সবার প্রতি আহ্বান জানান জোলি। রোববার ইরাকের উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরে যান জোলি। সেখানে প্রায় ৩৩ হাজার শরণার্থী রয়েছে। তার আগের দিন ইরাকের ধ্বংসপ্রাপ্ত মসুল নগরীতে গিয়েছিলেন জোলি।

মসুল পরিদর্শনের পর জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জোলি বলেন, ইউএনএইচসিআরের দূত হিসেবে আমি যেসব জায়গা পরিদর্শন করেছি তার মধ্যে এখানেই ধ্বংসচিত্র সবচেয়ে ভয়াবহ। এখানকার মানুষ সবকিছু হারিয়েছে। তারা পরিত্যক্ত হয়ে আছে। সেখানে শিশুদের জন্য কোনো ওষুধ নেই, সুপেয় পানি নেই। মৌলিক চাহিদা পূরণের কোনো ব্যবস্থাই সেখানে নেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১