আপডেট : ১৮ June ২০১৮
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল এ ঘটনার নিশ্চিত করেন। নিহতরা হলেন শালিখা উপজেলার হারিশপুর গ্রামের মমতাজ হোসেন (৩২), ও তার শিশু কণ্যা সুমাইয়া (৬), শ্রীপুর উপজেলার গোয়ালদাহ গ্রামের শিশির বিশ্বাস (৩০) ও সদরের বেলনগর গ্রামের সোহরাব হোসেন (৬০)। রবিউল হোসেন জানান, সোমবার দুপুরে স্ত্রী ও মেয়েকে নিয়ে আড়পাড়া বাজার থেকে ভ্যানযোগে শতখালির দিকে যাচ্ছিলেন মমতাজ। এ সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপর তাদের ভ্যানটি উল্টে যায়। এ সময় সোহাগ পরিবহনের একটি বাস উল্টোদিক থেকে এসে তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানে বাবা ও মেয়ে মারা যান। আহতদের চিকিৎসা চলছে। অন্যদিকে রাতে শ্রীপুরের গোয়ালদাহ ও সদরের বেলনগর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশির বিশ্বাস ও সোহরাব হোসেন নামে দুইজন ঘটনাস্থলেই মারা যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১