বাংলাদেশের খবর

আপডেট : ১২ June ২০১৮

ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ সওজ প্রকৌশলী গ্রেফতার

ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ সড়ক ও জনপথ অধিদফতরের উপবিভাগীয় প্রকৌশলী গ্রেফতার ছবি : বাংলাদেশের খবর


ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের উপবিভাগীয় প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভুঁইয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিকাল পৌনে ৩টায় বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই টাকাসহ নিজ দফতর থেকে তাকে গ্রেফতার করে দুদক। এই টাকার উৎস কী জানতে চাইলে তাৎক্ষণিকভাবে ওই প্রকৌশলী কোনো জবাব দিতে পারেননি। পরে তাকে বরগুনা সদর মডেল থানায় সোপর্দ করা হয়। দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১