বাংলাদেশের খবর

আপডেট : ১২ June ২০১৮

দেশে বেকার ২৭ লাখ

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংরক্ষিত ছবি


দেশে বেকারের সংখ্যা ২৭ লাখ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরো জানান, দেশের মোট জনসংখ্যার মধ্যে কর্মে নিয়োজিত ৬ কোটি ৮০ লাখ মানুষ; অর্থনৈতিক কাজে যুক্ত নন ৪ কোটি ৫৮ লাখ জন। গতকাল সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার মধ্যে ১৫ বছরের কম বয়সী ৩০ দশমিক ৮ শতাংশ, ১৫ থেকে ৬৪ বছর পর্যন্ত ৬৪ দশমিক ৬ শতাংশ এবং ৬৫ বছর বা তার বেশি ৪ দশমিক ৬ শতাংশ।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, দেশের প্রতিবন্ধী জনসংখ্যার হার দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে পুরুষ দশমিক ৯৮ শতাংশ ও নারী দশমিক ৮৩ শতাংশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১