আপডেট : ১২ June ২০১৮
ঈদুল ফিতরকে সামনে রেখে প্রকাশ হতে যাচ্ছে নতুন মিউজিক ভিডিও ‘সুন্দরী’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন ও চ্যানেল আই সেরা কণ্ঠের ইতি। খন্দকার রাজুর কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন অমিত। নতুন এ গানটির ভিডিওতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও তানহা তাসনিয়া। এ ছাড়া তাদের সহশিল্পী হিসেবে নৃত্য পরিবেশন করেছেন বিশজন নৃত্যশিল্পী। ভিডিও নির্মাণ করেছেন সামছুল হুদা। নির্মাতা বলেন, বরাবরের মতো বলতে চাই যেকোনো কাজ সময় নিয়ে ও সুন্দর পরিকল্পনামতো করা গেলে কাজটা অনেক ভালো হয়। আমিও তাই চেষ্টা করেছি। আশা করি এই ঈদের ধামাকা একটি গান ও মিউজিক ভিডিও দর্শকদের উপহার দিচ্ছি। ঈদের আগের দিন রাতে রনস্ মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১