আপডেট : ১১ June ২০১৮
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ফাইভ জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল রোববার এই কমিটি গঠন করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বাংলাদেশের খবরকে বলেন, ‘ডিআইএ (পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর) পরিচালক আহাম্মেদ সাজ্জাদ রশীদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’ জিপিএ ফাইভ জালিয়াতির অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করল ঢাকা শিক্ষা বোর্ড। এদিকে অভিযোগ খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয়ও একটি কমিটি গঠন করবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১