আপডেট : ১১ June ২০১৮
‘নীরবে নিঃশব্দে’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধেছেন চিত্রনায়ক ইমন ও তানিন সুবহা। নাটকটি নির্মাণ করেছেন সাদেক সিদ্দিকী। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি। নাটকে ইভান চরিত্রে অভিনয় করেছেন ইমন। আর তানিন সুবহাকে দেখা যাবে মারিয়া চরিত্রে। এ প্রসঙ্গে চিত্রনায়ক ইমন বলেন, ‘তানিন খুবই হেল্পফুল। সে সবসময় কাজের প্রতি অনেক যত্নবান। নাটকটি দর্শকরা দেখলে বুঝতে পারবেন কতটা ভালো কাজ আমরা করেছি। সাদেক সিদ্দিকী মানুষ হিসেবে যেমন অসাধারণ ঠিক তেমনি নির্মাতা হিসেবেও বেশ দক্ষ।’ তানিন সুবহা বলেন, ‘নাটকটিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। অভিনয় করতে গিয়ে ইমন ভাইয়ের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তার সঙ্গে প্রথমবার অভিনয় করছি, সেটা মনেই হয়নি। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ ‘নীরবে নিঃশব্দে’ ছাড়াও তাইফুজ্জামান আশিকের ‘ব্যাক টু ব্যাচেলর’, শুভর ‘ভিলেজ পলিটিক্স’, টনি রাজের সাত পর্বের ধারাবাহিক, ‘শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি’ নাটকে অভিনয় করেছেন তানিন সুবহা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১