আপডেট : ১১ June ২০১৮
সংসার ভাঙার তালিকায় যুক্ত হয়েছে লাক্স তারকা নাদিয়া মিমের নাম। ভেঙে গেছে তার দুই বছরের গড়া সংসার। গত শনিবার রাতে দেশীয় গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন নাদিয়া মিম নিজেই। জানান, চলতি বছরের মে মাস থেকেই আলাদা থাকছেন তারা। এর আগে ২০১৬ সালের ২৮ এপ্রিল চাকরিজীবী সাফায়াত আলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নাদিয়া মিম। ঠিক কী কারণে বিচ্ছেদ? জানতে চাইলে ছোটপর্দার এই পরিচিত অভিনেত্রী বলেন, ‘একটা স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলাম। একসময় মনে হচ্ছিল, সেই স্বপ্ন বাস্তবে রূপ পাবে না। কোথায় যেন একটা শূন্যতা তৈরি হয়। এ কারণে আমাদের মধ্যে মতের অমিল দেখা দিত। সেটা কোনোভাবেই মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’ বয়সের ব্যবধান থাকার কারণেই মতের অমিল হতো উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ওর থেকে আমি প্রায় ১০ বছরের ছোট। আমি সব ভুলে এগিয়ে যেতে চাই। নিজেকে গুছিয়ে নিয়েছি অনেকটা। এখন আমার নিজের বাসাতেই থাকছি। নতুন করে কোনো সম্পর্কে জড়াবেন কি না? মিম বলেন, ‘এসব নিয়ে আমি এখন কিছু ভাবছি না। সময়ই সবকিছু বলে দেবে।’ ২০১৪ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট উঠেছিল নাদিয়া মিমের মাথায়। তারপর ছোটপর্দায় গড়ে নিয়েছেন শক্ত অবস্থান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১