বাংলাদেশের খবর

আপডেট : ১০ June ২০১৮

খালেদা জিয়াকে ফের বিএসএমএমইউতে নেওয়া হচ্ছে

বিএনপি চেয়ারপার্সন খালেদা ছবি সংরক্ষিত


কারাবন্দি বিএনপির চেয়ারারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার দুপুরে সচিবালয়ে তিনি এমন তথ্য জানান।

গতকাল কারাগারে খালেদা সঙ্গে দেখা করে তার ব্যক্তিগত চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাদের ধারণা গত ৫ জুন মাইল্ড স্ট্রোক করে অজ্ঞান হয়ে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ অবস্থায় অতি দ্রুত তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া দরকার।

এদিকে গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়ার পড়ে যাওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষ অবগত নয়। তারপরও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসকরা কারাগারে তার স্বাস্থ্য পরীক্ষা করে বলেছেন, তার মাইল্ড স্ট্রোক হয়েছে। বিষয়টি জানার পর পরই আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অল্প সময়ের মধ্যেই তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হবে। সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা হবে এবং সেখানে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, কোথায় তাকে চিকিৎসা দেওয়া হবে।’  

তবে কখন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে পাঠানো হচ্ছে- সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলেননি আইনমন্ত্রী।

এর আগে এপ্রিলের শুরুতে এক্স রে করাতে বিএসএমএমইউতে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। ওই দিনই তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফেরত নেওয়া হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে ওই কারাগারে রয়েছেন খালেদা জিয়া। সাংবাদিকদের মাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তির সুপারিশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।

বিএনপি নেতাদের অভিযোগ, গত চার মাস ধরে কারাবন্দি তাদের নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও সরকার সুচিকিৎসার ব্যবস্থা করছে না। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, নিকট আত্মীয়রা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যে বর্ণনা দিয়েছেন, তা হূদয়বিদারক। তিন সপ্তাহ ধরে তিনি ভীষণ জ্বরে ভুগছেন, যা কোনো ক্রমেই কমছে না। এদিকে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আজ রোববার সারা দেশের জেলা-মহানগরে এবং ঢাকার থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে দলটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১