বাংলাদেশের খবর

আপডেট : ১০ June ২০১৮

আইফোন উৎপাদন কমাচ্ছে অ্যাপল

এ বছর আইফোন উৎপাদনের পরিমাণ হবে তুলনামূলক কম ইন্টারনেট


এ বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসতে পারে অ্যাপলের নতুন তিন মডেলের আইফোন। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর আইফোন উৎপাদনের পরিমাণ হবে তুলনামূলক কম। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে নিক্কেই এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, এ বছর সব মিলিয়ে ৮ কোটি ইউনিট নতুন আইফোন বাজারে আসতে পারে। সংখ্যার দিক থেকে যা ২০১৭ সালের তুলনায় ২০ শতাংশ কম। ইতোমধ্যেই এ বিষয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছে নিক্কেই। মূলত এ বছরের দ্বিতীয়ার্ধে স্মার্টফোনের চাহিদা কিছুটা কম থাকতে পারে, এমন আশঙ্কা থেকেই অ্যাপল এ পদক্ষেপ নিচ্ছে। এ ছাড়া গ্রাহকদের মাঝে পুরনো মডেল বদলে নতুন মডেলের আইফোন কেনার প্রবণতাও তুলনামূলক কম দেখা যাচ্ছে বলে মনে করছে অ্যাপল।

অ্যাপল নিয়ে নিয়মিত বিভিন্ন বিশ্লেষণ প্রকাশ করেন মিং চি কুও। সম্প্রতি তিনি জানিয়েছেন, নতুন মডেলের আইফোনের দাম তুলনামূলক কম হতে পারে। প্রায় ৩০০ ডলার পর্যন্ত দাম কমানো হতে পারে, এমনটাও জানিয়েছেন তিনি।

তিনি আরো জানিয়েছেন, এ বছর বাজারে আসতে পারে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ আইফোন টেন প্লাস। এর পাশাপাশি ৬.১ ইঞ্চি ডিসপ্লের আরো একটি আইফোনও বাজারে আসতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১