আপডেট : ১০ June ২০১৮
সাইনিং মানি হিসেবে এক হাজার ডলার পেয়েছেন অধরা খান। শুক্রবার রাজধানীর একটি অভিজাত ক্লাবে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘ড্রিম গার্ল’ ছবিতে অভিনয় করবেন অধরা। গল্পে দুই নায়কের বিপরীতে অভিনয় করবেন তিনি। কারা হচ্ছেন ‘ড্রিম গার্ল’ ছবির নায়ক? উত্তরে ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘এটা আমরা সাসপেন্স রাখছি। আপাতত নায়িকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। তারপর নায়কের সঙ্গে পরিচয় করানো হবে।’ পরিচালক জানান, জাদুকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী বছরের প্রথম দিকে শুরু হবে ছবির চিত্রায়ণ। নতুন এ ছবিতে অভিনয় করা প্রসঙ্গে অধরা খান বলেন, ‘নায়ক’ ছবির কাজ শেষ হওয়ার আগে আমাকে এ ছবির নায়িকা হিসেবে ঘোষণা দিয়েছিলেন পরিচালক। আমি সারপ্রাইড হয়েছিলাম। আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি। গুণী দুই পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে সত্যি আমি আনন্দিত। ঢালিউডে সম্ভাবনাময়ী এ অভিনেত্রীর এখন অভিষেকের অপেক্ষা। চলচ্চিত্রে তার পথচলা শুরু হয় শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। পরে একই পরিচালকের ‘মাতাল’ ছবিতেও অভিনয় করেন তিনি। সম্প্রতি চিত্রায়ণ শেষ করেছেন ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবির।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১