বাংলাদেশের খবর

আপডেট : ০৯ June ২০১৮

ভেবেছিলাম আমাকে দুশ্চিন্তায় পড়তে হবে না : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংরক্ষিত ছবি


এবারের ঈদযাত্রা নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাতের ঘুম অর্ধেক নষ্ট হয়ে গেছে, ঈদ আসলেই এ অবস্থা হয়। গতবছর ভেবেছিলাম এ বছর আমাকে দুশ্চিন্তায় পড়তে হবে না। কিছু কিছু বিষয় আমাদের মন-মানসিকতার পরিবর্তন হওয়া দরকার, তা ঘটানো এ দেশে কঠিন। মন-মানসিকতার পরিবর্তন না হলে রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই কঠিন।’ 

ঢাকার এলেনবাড়ীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে শনিবার ঈদযাত্রা নিয়ে এক প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। 

ঈদযাত্রায় সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে গত কয়েকবারের তুলনায় এবার সড়ক মহাসড়কের অবস্থা ভালো। ঈদযাত্রায় যানজট হবে না। মেজর কোনো সমস্যা সড়কে হবে না, যদি নিয়ম-কানুন, শৃঙ্খলাগুলো ঠিক থাকে।’  

কোথাও কোথাও সড়কের অবস্থা ভালো না। বৃষ্টির সময় সেখানে দুর্ভোগ হওয়ার আশঙ্কা করছেন অনেকে।   

মন্ত্রী বলেন, ‘নির্বিঘ্নে চলাচল করার জন্য রিপেয়ারিংয়ের কাজ বন্ধ রেখেছি। এছাড়া রাস্তায় যে সকল খোঁড়াখুঁড়ি রয়েছে, তা বন্ধ করতে নির্দেশ দিয়েছি। ঈদের পরে তা করার জন্য বলেছি।’ 

জনগণ যাতে কষ্ট না পায় সেজন্য যান চলাচল নির্বিঘ্ন করতে নজরদারি চলছে বলে জানান কাদের। তিনি বলেন, ‘আমি আশ্বস্ত করে বলছি, সঙ্কট হলে ওখানে আমি নিজেই গিয়ে দাঁড়াব।’ 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১