আপডেট : ০৮ June ২০১৮
বিএ পাস আ খ ম হাসান শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে আসেন। শ্বশুরবাড়ি আসার পর তার ভাব বেড়ে যায়। মনে হয় নিজে পিএইচডি ডিগ্রিধারী। কাউকে পাত্তা দেয় না সে। শ্বশুরবাড়িতে তার রিসিপশন, ডাব কাটা, মুরগি রান্না ইত্যাদি কাজ মনমতো না হলে সব উল্টেপাল্টে দেয় সে। এমন হাস্যরসাত্মক গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘মেন্টাল ফ্যামিলি’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শাহনাজ খুশি, ফারহানা মিলি, দিব্য, সৌম্য, মাসুদ রানা মিঠুসহ আরো অনেকে। দীপু হাজরা জানান, নাটকটিতে শাহনাজ খুশি অভিনয় করেছেন আ খ ম হাসানের স্ত্রীর চরিত্রে। চঞ্চল চৌধুরীকে দেখা যাবে খুশির ভাইয়ের চরিত্রে। অন্যদিকে চঞ্চলের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি। পাবনার আঞ্চলিক ভাষায় নির্মিত এ নাটকটি ‘হ্যাপি ফ্যামিলি’ নাটকের পরের ভার্সন বলে জানান পরিচালক। গাজী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালার জন্য নির্মিত হয়েছে নাটকটি। নাটকটি দর্শকের গ্রহণযোগ্যতা পাবে বলেও আশা করেন পরিচালক দীপু হাজরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১