বাংলাদেশের খবর

আপডেট : ০৭ June ২০১৮

অনলাইন কেনাকাটায় ভ্যাট ৫ শতাংশ

বাজেট প্রস্তাবনায় অনলাইন কেনাকাটার ওপর ৫ শতাংশ ভ্যাট প্রতীকী ছবি


অনলাইন কেনাকাটার ওপর ৫ শতাংশ ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এই প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই প্রস্তাবিত বাজেট পাস হলে ই-কমার্স, এফ-কমার্স মানে ইন্টারনেট মাধ্যমে সব কেনাকাটায় ভ্যাট দিতে হবে গ্রাহকদের।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এ পণ্য বা সেবার পরিসরকে আরো বাড়াতে ভার্চুয়াল বিজনেস নামে একটি সেবার সংজ্ঞা সৃষ্টি করা হয়েছে। এর ফলে অনলাইনভিত্তিক যেকোনো পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বা হস্তান্তরকে এ সেবার আওতাভুক্ত করা সম্ভব হবে। তাই ভার্চুয়াল বিজনেস সেবার ওপর ৫ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে।’

এর আগে ২০১৫-১৬ বাজেট ঘোষণায় ৪ শতাংশ ভ্যাট ধরে ই-কমার্সকে প্রথমবারের মতো সুনির্দিষ্ট করে ভ্যাটের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী। কিন্তু পরে তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ী সংগঠনগুলোর দাবিতে এই ভ্যাট প্রত্যাহার করা হয় এবং পরবর্তী দুই অর্থবছরে আর ভ্যাট আরোপিত হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১