বাংলাদেশের খবর

আপডেট : ০৭ June ২০১৮

একাধিক নাটকে মেহজাবিন

অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সংরক্ষিত ছবি


রুহুল আমিন ভুঁইয়া

এ সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত বছরের কোরবানির ঈদে প্রচার হয়েছিল তার অভিনীত নাটক ‘বড় ছেলে’। এর আগে নাটক ও বিজ্ঞাপনে কাজ করে তিনি যতটা না জনপ্রিয়তা পেয়েছিলেন, ‘বড় ছেলে’ নাটকটি তার চেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছিল তাকে। নাটকে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। তারপর থেকেই মেহজাবিনের প্রতি আগ্রহ বেড়েছে নির্মাতাদের, যার প্রমাণ মিলল চলতি বছরে।

এ বছর ঈদুল ফিতরে একাধিক নাটকে দেখা যাবে শোবিজের এই তারকাকে। এরই মধ্যে তিনি ঈদের জন্য শেষ করেছেন মিশুক মনিরের ‘রঙিন খামে ধুলো পড়া চিঠি’, মুরসালিন শুভর ‘আগুন’, আজাদ আল মামুনের ‘শেষ পৃষ্ঠা’, ইমরাউল রাফাতের ‘নীরবতা’, জাকারিয়া শৌখিনের ‘জলসা ঘর’, বৃন্দাবন দাসের ‘সুর বিবাগী’, মিজানুর রহমান আরিয়ানের ‘বুকের বাঁ পাশে’, সাজ্জাদ সুমনের ‘দ্বৈরথ’, হাবীব শাকিলের ‘নিঃশব্দের সুর’ শিরোনামের বেশ কিছু নাটক।

ঈদে দর্শকদের জন্য কী চমক থাকছে? উত্তরে তিনি বলেন, ‘সেটি পুরোপুরি দর্শকের হাতে। দর্শক কোনটি গ্রহণ করবে বলা যায় না। তবে আমি সব সময় চেষ্টা করি দর্শকদের ভালো কিছু উপহার দিতে। এবারের ঈদেও সেই চেষ্টা করেছি। এখন দেখা যাক কী হয়!’

তার অভিনীত প্রতিটি নাটকেই বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন তিনি। ঈদ বা বিশেষ দিবসেই নয়, বছর জুড়েই একাধিক বিশেষ নাটকে দেখা যায় এ অভিনেত্রীকে। সংখ্যাতে নয়, গল্প এবং চরিত্রের প্রতি দারুণ মনোযোগী তিনি। জানান- গল্প এবং চরিত্র ভালো না লাগলে কোনো নাটক বা টেলিফিল্মে অভিনয় করেন না তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১