আপডেট : ০৬ June ২০১৮
চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনি গ্রামের নোয়াবাড়ীতে ঘরের পাশে পুকুরে ডুবে মারা যায় শিশু জাহিদ। জাহিদ ওই বাড়ীর মনির হোসেনের একমাত্র ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টায় খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু জাহিদ। কিছু সময় পর ঘরের পাশে পুকুরে বাড়ীর লোকজন নেমে তল্লাশি করে ডুবন্ত অবস্থায় জাহিদকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১