বাংলাদেশের খবর

আপডেট : ০৬ June ২০১৮

নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ইবি প্রশাসনের বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতীকী ছবি


নিরাপত্তার দাবি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের বিরুদ্ধে মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে ছাত্রলীগের সভাপতি গ্রুপের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে সংগঠনের কার্যালয় থেকে একটি মোটরসাইকেল মিছিল শুরু হয়। পরে মিছিলটি প্রশাসন ভবন, উপাচার্য বাসভবন, প্রকৌশল অফিস হয়ে প্রধান ফটকে এসে শেষ হয়। মিছিল থেকে একযোগে হর্ন বাজিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়। এ সময় মিছিলে অংশ নেন সাবেক ছাত্রলীগ নেতা ও চাকরি প্রত্যাশী মাহবুব, টিটু, লিটন, আরব, সজল, শিমুল, কাশেম, সোলাইমান, খায়ের, সজলসহ অন্য বহিরাগতরা।

এদিকে গত ৩ মে ফার্মেসি বিভাগের নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে মাইকিং করে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়।

ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মী ও চাকরি প্রত্যাশীরা জানান, ক্যাম্পাসে নিরাপত্তার দাবি ও প্রশাসনের নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে তারা মিছিল করেছেন। এ সময় তারা ককটেল বিস্ফোরণকে সাজানো নাটক ও টাকার বিনিময়ে জামায়াত-বিএনপির সন্তানদের চাকরি দেওয়ার অভিযোগ করেন।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, একটি মহল স্বাভাবিক কর্মকাণ্ডকে ব্যাহত করার চেষ্টা করছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সব কিছুই সচল ও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১