বাংলাদেশের খবর

আপডেট : ০৫ June ২০১৮

কুমিল্লার মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছবি সংরক্ষিত


কুমিল্লায় চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের  ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ মঙ্গলবার এ জামিন আবেদন করেন অ্যাডভোকেট মাসুদ রানা।

তিনি জানান, বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর দুয়েক দিনের মধ্যে শুনানি হতে পারে।

গত ২৮ মে এ মামলায় বিএনপি চেয়ারপারসনের গ্রেপ্তার চেয়ে জামিন আবেদন করা হয়েছিল কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এ।  সে আবেদন নাকচ করে ৮ আগস্ট পরবর্তী দিন ঠিক করেন আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া।

 ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১