বাংলাদেশের খবর

আপডেট : ০৫ June ২০১৮

সারা দেশে বন্দুকযুদ্ধে নিহত ৪

তিন জেলায় আরও চারজনের মৃত্যু হয়েছে প্রতীকী ছবি


সারা দেশে মাদকবিরোধী চলমান অভিযানে তিন জেলায় আরও চারজনের মৃত্যু হয়েছে। রংপুর ও বগুড়ায় দুজন এবং ময়মনসিংহে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তাদের মৃত্যু হয়েছে নিজেদের দ্বন্দ্বে।

এছাড়া দিনাজপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানের দুই ঘটনায় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে একযোগে মাকবিরোধী অভিযান শুরুর করে। এপর্যন্ত এই অভিযানে ১২৮ জন নিহত হয়েছে। কয়েকটি ক্ষেত্রে গুলিবিদ্ধ লাশ পাওয়ার কথা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের মৃত্যু হয়েছে মাদক চোরাকারবারিদের অভ্যন্তরীণ কোন্দলে।

এই অভিযান পরিস্থিতি জাতিসংঘ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তুলেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বন্দুকযুদ্ধে নিহতের প্রতিটি ঘটনার তদন্ত চেয়েছে।

সরকারের তরফ থেকে বলছে, দেশ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১