আপডেট : ০৫ June ২০১৮
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ঘোষণা দিয়েছেন, মাদকজাত দ্রব্যের কোনো প্রচারণা বা বিজ্ঞাপনে কাজ করবেন না। নিজে যে পণ্য ব্যবহার করেন না কিংবা যে পণ্য মানুষের ক্ষতির কারণ হয় তার জন্য কোনো প্রচারণায় অংশও নেবেন না। অমিতাভ বচ্চনের এমন ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন তার ভক্তরা। এদিকে ৩ জুন সংসার জীবনের ৪৫ বছর উদযাপন করেছেন অমিতাভ ও জয়া বচ্চন। ১৯৭৩ সালের এদিন বিয়ে করেন অমিতাভ-জয়া। জীবনের ৪৫ বছর পেরিয়ে এসেছেন একসঙ্গে। জীবনের এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় জয়ার সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যারা ৪৫তম বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সকলের প্রতি আমার ভালোবাসা।’ অমিতাভ-জয়া একসঙ্গে অভিনয় করেছেন জঞ্জির, শোলে, অভিমানের মতো ছবি। শুধু ক্যারিয়ার নয়, ব্যক্তিগত জীবনেও তাদের কেমিস্ট্রি জনপ্রিয়তার তুঙ্গে। তবে এই বিশেষ দিনটি কীভাবে উদযাপন করছেন, সে বিষয়ে মুখ খোলেননি অমিতাভ বচ্চন। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ব্যক্তিগত অনুষ্ঠানে পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন অমিতাভ। বিবাহবার্ষিকীতেও তার ব্যতিক্রম হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১