বাংলাদেশের খবর

আপডেট : ০৫ June ২০১৮

শর্টকাটে একসঙ্গে অপু-পরমব্রত

অপু বিশ্বাস ও পরমব্রত চট্টোপাধ্যায় সংরক্ষিত ছবি


কলকাতার পরিচালক সুবীর মণ্ডলের পরিচালনায় ‘শর্টকাট’ নামে একটি ছবিতে অভিনয় করবেন অপু বিশ্বাস। ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে ছবিটি। এতে অপু অভিনয় করবেন নূরজাহান চরিত্রে। গতকাল সোমবার থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হলেও অপু গতকাল থেকেই শুটিংয়ে যোগ দেন। এজন্য সকাল ৭টার একটি ফ্লাইটে কলকাতা যান তিনি।

কলকাতা থেকে দেশি গণমাধ্যমকে অপু বলেন, ‘ছবিটিতে নূরজাহান একটি চমৎকার চরিত্র। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে দেখার কিংবা প্রমাণ করার এখনই সময়। আমি জানি, এ সময়টাকে আমার ধরাও খুব জরুরি। তা না হলে আমি নিজেকে ভেঙে যে নতুন করে গড়তে চাই, সে জায়গাটাতে পিছিয়ে পড়তে হবে। দেখি কী হয়।’

ছবিটিতে আরো অভিনয় করছেন অরিন, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, চন্দন সেন প্রমুখ। সঙ্গীত পরিচালনা করবেন নচিকেতা।

গল্প সম্পর্কে জানা গেছে, দুই যুবকের গল্প নিয়ে তৈরি হতে যাওয়া ‘শর্টকাট’-এ দেখা যাবে বিত্তবান পরিবারের এক ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলে। আপাতদৃষ্টিতে দু’জনের অবস্থান আলাদা হলেও তাদের দু’জনের জীবনেই ব্যর্থতা রয়েছে। তবে কোথাও গিয়ে যেন তারা মিলে যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১