বাংলাদেশের খবর

আপডেট : ০৫ June ২০১৮

চলতি মাসেই বন্যার আশঙ্কা

চলতি মাসেই দেশের বিভিন্ন স্থানে বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর সংরক্ষিত ছবি


মৌসুমি বৃষ্টিপাতের ফলে চলতি মাসেই দেশের বিভিন্ন স্থানে বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। তবে এ বন্যা দীর্ঘমেয়াদি হবে না বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে জুনে স্বাভাবিক বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরে দু-একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। অধিদফতরে গত রোববার কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

বিশেষজ্ঞ কমিটির জুন মাসের পূর্বাভাস প্রতিবেদন থেকে জানা গেছে, জুনের প্রথমার্ধের মধ্যে সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। বর্তমান পরিস্থিতি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরো অগ্রসর হওয়ার অনুকূলে রয়েছে। পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ু বিস্তার লাভ অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে।

গত মে মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ১৪ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে সিলেট ও রংপুর বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। কাগজে-কলমে আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল হলেও ইতোমধ্যেই প্রকৃতিতে বর্ষার আমেজ শুরু হয়ে গেছে। প্রায় প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে, ৭৫ মিলিমিটার। এ সময়ে ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১