আপডেট : ০৫ June ২০১৮
কক্সবাজারের উখিয়া উপজেলার নিতান্ত চা-পান বিক্রেতা থেকে অনেকেই এখন কোটিপতি। ইয়াবা ব্যবসা করে বানিয়েছেন প্রাসাদতুল্য বাড়ি। তবে গত ১৫ মে থেকে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর এসব বাড়ি ছেড়ে পালিয়েছেন বর্তমানের ‘জমিদাররা’। ওইসব প্রাসাদে এখন বিরাজ করছে সুনসান নীরবতা। এলাকা ঘুরে জানা গেছে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের লম্বাঘোনা গ্রামের মৃত ফকির আহম্মদের ছেলে মাহমুদুল করিম খোকা কিছুদিন আগেও ছিলেন একজন সাধারণ মাইক্রোবাস চালক। ইয়াবা ব্যবসা করে তিনি এখন কোটিপতি। নিজ গ্রামে নির্মাণ করেছেন বিশাল বাড়ি। বালুখালী পূর্বপাড়া গ্রামের কালু বলীর ছেলে লুৎফর রহমান ছিলেন একজন চা বিক্রেতা। তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে আজ কোটি টাকার মালিক। অজপাড়ার মধ্যে নির্মাণ করেছেন চোখ ধাঁধানো বাড়ি। উখিয়ার জাদিমোরা গ্রামের আকবর হোসেনের ছেলে কবির আহম্মদ এক সময় পান বিক্রি করে সংসার চালাতেন। তিনি ইয়াবা ব্যবসা করে আজ রীতিমতো শতকোটি টাকার মালিক। উখিয়ার রত্নাপালং হারুন মার্কেট এলাকার আবদুর রহমানের ছেলে রাসেল বেকার যুবক থেকে ইয়াবা ব্যবসার বদৌলতে এখন একজন ধনী মানুষ। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন একটি বাড়ি। তবে এসব বাড়ি এখন খালি পড়ে আছে। পালিয়ে বেড়াচ্ছেন বাড়ির মালিক এসব মাদক ব্যবসায়ী। পুলিশি ও র্যাবের অভিযানে গ্রেফতার এড়াতে বাড়িতে তালা ঝুলিয়ে এরা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবার নিয়ে বসবাস করছেন। আবার অনেকে দেশ ছেড়েছেন। বাড়ি পাহারা দিতে কেউ রেখে গেছেন গরিব কোনো নিকট আত্মীয়কে। এ ব্যাপারে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, মাদক ঠেকাতে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১