আপডেট : ০২ June ২০১৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনেদেনে বস্ত্র খাতের আধিপত্য ছিল। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৯ শতাংশই ছিল এ খাতের। এতে লেনদেনে শীর্ষে উঠে আসে খাতটি। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এমন তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে দ্বিতীয় স্থানে ছিল প্রকৌশল খাত। লেনদেনে এ খাতের অংশ ছিল ১৫ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা বিবিধ খাতের লেনদেনে অংশ ছিল ১৩ শতাংশ। চতুর্থ অবস্থানে ছিল বিদ্যুৎ ও জালানি খাত। লেনদেনে এ খাতের অংশ ছিল ১২ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের লেনদেন হয়েছে ১০ শতাংশ। এছাড়া ওষুধ খাতে ৯ শতাংশ, চামড়া খাতে ৪ শতাংশ, সিরামিক ও আনুসাঙ্গিক খাতে ৩ শতাংশ, তথ্যপ্রযুক্তি, ব্যাংক বহির্ভূত আর্থিক খাত, টেলি কমিউনিকেশন খাতে ২ শতাংশ এবং ভ্রমণ,সিমেন্ট, সাধারণ বিমা, জীবন বীমা, পাট, সেবা ও আবাসন খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১